‘পুরুষ বাঁচাও, পুরুষ জাগো’

Spread the love

নাগরিক ডেস্ক : পুরুষ নির্যাতন দমন আইন ও পুরুষ বিষয়ক মন্ত্রণালয়ের দাবি জানিয়েছে বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন (বাপুঅফা)। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানবন্ধনে, ‘পুরুষ বাঁচাও, পুরুষ জাগো’ স্লোগান তোলেন সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি ‘খোরপোষ ব্যবসা বন্ধ কর করতে হবে’, ‘মনগড়া কাবিন ব্যবসা বন্ধ করো করতে হবে’ এমন দাবি তোলেন তারা।

আন্তর্জাতিক পুরুষ দিবস ২০২০ উপলক্ষে পুরুষদের অধিকার সংহত করণে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর ও বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, আমরা চাই দেশের আইনে কোনো লিঙ্গ বৈষম্য থাকবে না। বর্তমানে যে আইন তৈরি করা হচ্ছে সেটা শুধুই নারীদের পক্ষে। পুরুষদের পক্ষে কথা বলার কেউ নেই।
আমরা এমন একটি আইন চাই যেখানে আমাদের পুরুষদের অধিকার সংরক্ষিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *