নেপালের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

Spread the love

নাগরিক ডেস্ক: প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পরামর্শে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভাণ্ডারী। রবিবার সকালে মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়।

নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, হিমালয়ের দেশটিতে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২২ সালে অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ভান্ডারী আজ ঘোষণা করেছেন যে, জাতীয় নির্বাচন ২০২১ সালের ৩০ এপ্রিল থেকে মে মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।

দ্য কাঠমান্ডু পোস্ট-এর রিপোর্ট জানায়, সংবিধান পরিষদীয় আইনের অধ্যাদেশের বিষয়টি নিয়ে ক্রমাগত চাপ বাড়ছিল নেপালের প্রধানমন্ত্রী ওলির ওপর। গত মঙ্গলবার প্রেসিডেন্ট ভাণ্ডারীকে দিয়ে তা সই করিয়ে নিয়েছিলেন তিনি। এছাড়া বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ওলির বিরুদ্ধে অসন্তোষ তৈরি হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *