পর্নোগ্রাফি মামলায় কারাগারে ‘নবাব এলএল.বি’র পরিচালক

Spread the love

নাগরিক ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘নবাব এলএল.বি’ সিনেমা মুক্তি পেয়েছে ‘আই থিয়েটার’ নামের এক ওটিটি প্লাটফর্মে। গত ১৬ ডিসেম্বরে মুক্তির পর ছবিটির অর্ধেক দেখানো নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। এবার পুলিশকে নিয়ে অশালীন সংলাপ দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে দায়ের হওয়া মামলায় ছবিটির পরিচালকসহ দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া দুজন হলেন-‘নবাব এলএল.বি’র পরিচালক অনন্য মামুন এবং অভিনেতা শাহিন মৃধা। আজ শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

‘নবাব এলএলবি’ সিনেমায় পুলিশকে নিয়ে অশালীন ডায়ালগ দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার তাদের আটক করা হয়। এরপর ডিবির পুলিশের পরিদর্শক কাজী মো. নাসিরুল মামুন রমনা থানায় পর্নোগ্রাফি আইনে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরই তাদের গ্রেপ্তার দেখানো হয়। এরপর আজ শুক্রবার তাদের আদালতে তোলা হয়।

দীর্ঘ সাত বছর পর ‘নবাব এলএল.বি’র সিনেমার মাধ্যমে জুটি বেঁধেছেন শাকিব খান ও মাহিয়া মাহি। ছবিটিতে আরও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু। সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন পরিচালক অনন্য মামুন। এটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *