পটুয়াখালীতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরনে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানান কর্মসূচীর মাধ্যমে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ পালিত হয়েছে।

আজ ০১ মার্চ সোমবার সকাল ১০টায় পটুয়াখালী পুলিশ লাইন্স’র প্রশিক্ষন মাঠে প্রতিকী স্মৃতি সৌধে পুষ্পস্তাবক অর্পণ করে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধানিবেদন করেন জেলা পুলিশ বিভাগের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান (পিপিএম)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালীর পিবিআই’র পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, নিহত পুলিশ পরিবারের সদস্যবৃন্দ। নিহতদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ হাবিবুর রহমান।

পরে পুলিশ লাইন্স সভাকক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুক্তি হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্ম মইনুল হাসান পিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর পিবিআই’র পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, নিহত পুলিশ পরিবার সদস্যদের পক্ষে মোসাঃ মাসুমা পারভীন। সভাশেষে নিহত পুলিশ পরিবারের উপস্থিত ১৬ জন সদস্যদের হাতে আইজিপি এর পক্ষে নিহত পুলিশ সদস্যদের সম্মাননা ক্রেস্ট সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি মোহাম্মদ মইনুল হাসান পিপিএমসহ অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, রাস্ট্র, সরকার এবং জনগনের কল্যানে দায়িত্ব ও কর্তব্য পালনকালে নিহত হয়েছেন তারা দেশের বীর সন্তান। তাঁদের পরিবারের সদস্যদের পাশে সরকার, পুলিশ বাহিনী ও দায়িত্বশীল জনগন আছে ও থাকবে।

উল্লেখ্য, গত নিকট বছরে দেশের বিভিন্ন স্থানে চাকুরীরত অবস্থায় কর্তব্য পালনকালে পটুয়াখালী জেলায় ১৬ জন পুলিশ নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *