অভয়াশ্রমে ইলিশ নিধন, বরিশালে ২৬ জনকে কারাদন্ড

Spread the love

নাগরিক রিপোর্ট:
রুপালী ইলিশের উৎপাদন বাড়াতে সরকার দেশের অভয়াশ্রমগুলোতে ১ মার্চ থেকে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে ইলিশ ধরা অব্যাহত রেখেছে একশ্রেনী অসাধু জেলে। মঙ্গলবার মৎস্য অধিদপ্তর মেঘনাসহ বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে এমন ২৬জনকে আটক করেছে। পরে গভীর রাতে ভ্রাম্যমান আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে।


বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন, মঙ্গলবার রাতে তারা উলানিয়া কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় ইলিশ ধরার অভিযোগে ১৪জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫ হাজার মিটার জাল। রাত ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দোস্তিাগির এর আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক মাস করে কারাদন্ড প্রদান করেছেন।


একইভাবে ইলিশ ধরার অভিযোগে আটক হিজলায় ৭জনকে ১ মাস করে এবং মেহেন্দীগঞ্জে ২জনকে এক বছর ও ৩জনকে এক মাস করে কারাদন্ড প্রদান করেছেন সংশ্লিস্ট উপজেলার ভ্রাম্যমান আদালতের বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *