বরিশালসহ ১৭ প্রেক্ষাগৃহে জয়ার ‘অলাতচক্র’

Spread the love

নাগরিক ডেস্ক:
সরকারি অনুদানে নির্মিত বাংলা ভাষায় প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র’। এতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুক্রবার (১৯ মার্চ) সিনেমাটি ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন হাবিবুর রহমান।

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘অলাতচক্র’: স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিংমল, 3D), সীমান্ত স্কয়ার (3D), রাইফেলস স্কয়ার, এস কে এস টাওয়ার, স্টার সিনেপ্লেক্স (3D), যমুনা ব্লক বাস্টার (3D), শ্যামলী (ঢাকা), সিনেস্কোপ (নারায়নগঞ্জ), সুগন্ধা (চট্টগ্রাম), সিলভার স্ক্রীন (চট্টগ্রাম), সঙ্গীতা (খুলনা), স্কাই ভিউ (কক্সবাজার), পূরবী (ময়মনসিংহ), মডার্ন (দিনাজপুর), অভিরুচি (বরিশাল), শাপলা (রংপুর), সেনা (সাভার), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর)।

‘অলাতচক্র’ উপন্যাসে দানিয়েলের জবানিতে নিজেকেই তুলে ধরেছেন লেখক আহমদ ছফা। নিজের প্রেমিকারূপে সৃষ্টি করেছেন তায়েবা চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আর দানিয়েল চরিত্রে আছেন আহমেদ রুবেল। ১৯৮৫ সালে প্রকাশিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *