ফের লকডাউন ফ্রান্সে

Spread the love

নাগরিক ডেস্ক :
মহামারি করোনাভাইরাসে ভুগছে গোটা বিশ্ব। বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি চালু হলেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। অনেক দেশই দ্বিতীয় ঢেউয়ের সম্মুখীন হচ্ছে। তবে তৃতীয় ঢেউয়ের মুখোমুখি দাঁড়িয়ে ইউরোপের দেশ ফ্রান্স।

করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় আবারও রাজধানী প্যারিসে এক মাসের লকডাউন জারি করেছে ফ্রান্স। শুক্রবার (১৯ মার্চ) মধ্যরাত থেকে প্যারিসসহ ১৬টি এলাকা লকডাউনে যাবে। সরকারের এ সিদ্ধান্তে লকডাউনের আওতায় পড়ছে দেশটির ২১ মিলিয়ন মানুষ।

ফ্রান্সের এবারের লকডাউনে আগের মতো কড়াকড়ি নিষেধাজ্ঞা থাকবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্স। তিনি বলেছেন, ‘লোকজন ঘরের বাইরে শরীরচর্চায় বের হতে পারবেন।’

সর্বশেষ ২৪ ঘণ্টায় ফ্রান্সে রেকর্ডসংখ্যক ৩৫ হাজার মানুষের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। শুধু রাজধানী প্যারিসেই এক হাজার ২০০ করোনা রোগী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।

ফ্রান্সের সরকারি মুখপাত্র গ্যাব্রিয়েল আতাল জানান, নতুন এই লকডাউনে অতীব জরুরি প্রয়োজনীয় নয়, এমন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *