বরিশাল ইসলামিয়া কলেজ: বর্নাঢ্য আয়োজনে স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপিত

Spread the love

নাগরিক রিপোর্ট:
বর্নাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী বরিশাল ইসলামিয়া কলেজে স্বাধীনতার সুবর্নজয়ন্তী এবং জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কলেজের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা স্বতস্ফুর্তভাবে দিনব্যাপী নানা কর্মসুচীতে অংশগ্রহন করেন।


জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১’ এ শহীদদের স্মরনে কলেজ প্রাঙ্গনে শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন ও সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাসে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এ উপলক্ষে পুস্পার্ঘ্য অর্পন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের নেতৃত্বে এসময় শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


পরে সকাল সাড়ে ৯টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের অবদানের কথা তুলে ধরেন বক্তরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বরিশালসহ সারা দেশের উন্নয়নের কথা বর্ননা করে বক্তারা শিক্ষা সেক্টরের নানা খাতে উন্নতিতে সরকারের প্রতি আহবান জানান।
আলোচনায় সভায় সভাপতিত্ব করেন বরিশাল ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন কলেজের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ইংরেজী বিভাগের আমিনুর রহমান খান।


আলোচনায় আরও বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শ্যামলী রানী নন্দী, মার্কেটিং বিভাগের নিগার সুলতানা, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: আরিফ হোসেন, ব্যবস্থাপনা বিভাগের ইয়াসমী নাজনীন, রাজিয়া সুলতানা প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কলেজের শিক্ষক সমিতির (ভারপ্রাপ্ত) সম্পাদক আমিনুল ইসলাম।


কর্মসুচীতে কলেজের স্কাউট, বিএনসিসি দলের ব্যান্ড প্রদর্শন ও সাংস্কৃতিক কর্মীদের দেশাত্ববোধক গান ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের মন কাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *