বরিশালে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০২জন। এতে আক্রান্ত হয়ে ২জন ও উপসর্গ নিয়ে ৩ জন মৃত্যুবরণ করেছে। ফলে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২৩ জনে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সুত্রে এ তথ্য জানা গেছে।


বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা: বাসুদেব কুমার দাস এ প্রসঙ্গে বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার বেশি। তাই টিকা গ্রহণকারীসহ সকলকেই স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীরা হলেন- নগরীর নিউ সার্কুলার রোড এলাকার দেলোয়ার হোসাইন (৮১) ও পটুয়াখালীর বাউফলের শামসুল হক (৭১)। উপসর্গ নিয়ে মারা গেছেন- বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দার আফরোজা (৪৯), নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের আঃ ছত্তার (৭২) ও ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা ফুলবানু (১০০)। মৃতদের মধ্যে শামসুল হক ছাড়া সকলেই শেবাচিম হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।


সুত্রমতে, গত ২৪ ঘন্টায় সর্বাধিক সংক্রমিত হয়েছে ঝালকাঠি জেলায়। এ জেলায় ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ভোলায় ১৮, পিরোজপুরে ১৭, পটুয়াখালীতে ১৫, বরিশালে ১৪ ও বরগুনায় ১৩ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে ১৩ মাসে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৫০ জন। এরমধ্যে বরিশালে ৫ হাজার ৫৬১, পটুয়াখালীতে ১ হাজার ৮৯৪ জন, পিরোজপুরে ১ হাজার ৩৬৬, ভোলায় ১ হাজার ৩০৩ জন, বরগুনা ১ হাজার ১২২ জন এবং ঝালকাঠিতে ১ হাজার ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।


সুত্র জানায়, বিভাগে মোট মারা গেছেন ২২৩ জন। এই তালিকায় সর্বোচ্চ মারা গেছে বরিশাল জেলায় ৯৫ জন, পটুয়াখালীতে ৪৬, পিরোজপুরে ২৭, বরগুনায় ২২, ঝালকাঠিতে ২০ ও ভোলায় ১৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *