‘ফেরাউনও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি’

Spread the love

নাগরিক ডেস্ক:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কেউ আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি। ফেরাউনও পারেনি। খলিফারাও পারেনি। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমলাতন্ত্র মন্দ নয়। আমলাতন্ত্র ভালো। আমলাতন্ত্রের বিকল্পও তো নাই। কেউ আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি। সোভিয়েত ইউনিয়ন এর বিকল্প বের করতে পারেনি। চীনারা পারেনি। ফেরাউনও পারেনি। খলিফারাও পারেনি। সেই মহান আমলাতন্ত্র আমাদের মাঝেও আছে।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘আমি নিজেও একসময় ছোটখাটো আমলা ছিলাম। মনেপ্রাণে এখনো বড় আমলা আছি। আমার জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে আমলাতন্ত্রের ভেতরে। সেই মহান আমলাতন্ত্রের জন্য তাদের যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সাভারে, সেটির আধুনিকায়ন, সংস্কার, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, প্রশস্ত, সবকিছু করব। সেখানে ২০ তলা অত্যাধুনিক ভবন হবে। তবে আশা করছি তাদের কাজের গতিও আধুনিকায়ন হবে।’

গত রোববার রাজধানীর বিজয় সরণি মোড়ে ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী জানালেন, এখনো মুঠোফোন উদ্ধার হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী ফোন উদ্ধারে কাজ করছে। শিগগিরই ছিনতাইকারীকে ধরা সম্ভব হবে। ছিনতাইকারীকে এরই মধ্যে চিহ্নিত করা গেছে।

আজকের একনেক সভায় প্রায় ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে সরকার দেবে ৫ হাজার ২১৯ কোটি ৮১ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৯৮ কোটি ৩ লাখ এবং বিদেশি ঋণ ৬৩৭ কোটি ৫০ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *