গার্ড অব অনার নিয়ে অসাংবিধানিক সুপারিশের প্রতিবাদ

Spread the love

নাগরিক রিপোর্ট:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রালয়ের সংসদীয় কমিটির মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর ‘গার্ড অব অনার’ দেয়ার ক্ষেত্রে নারী উপজেলার নির্বাহী কর্মকর্তর বিকল্প ব্যাক্তি নির্ধারণের অসাংবিধানিক ও অগ্রহনযোগ্য সুপারিশের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে এ কর্মসূচি পালন কনে তারা।


বরিশাল মহিলা পরিষদের সভাপতি নারী নেত্রী রাবেয়া খানমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিনকালে মন্ত্রালয়ের এধরনের ন্যাকারজনক সুপারিশ প্রত্যাক্ষান করে তিব্র নিন্দা জানানোর পাশাপাশি এধনের সুপারিশ থেকে সরে আশার আহবান জানান নেতৃবৃন্দ।


এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, সাধারন সম্পাদক পূস্প রানী চক্রবর্তী, প্রভাষক ও নারী নেত্রী টুনু রানী কর্মকার, বরিশাল গণফোরাম সভপতি এ্যাড, হিরন কুমার দাস মিঠু, বরিশাল ট্রেড ইউনিয়ন সাধারন সম্পাদক এ্যাড,একে আজাদ, উন্নয়ন সংগঠক রনজিৎ দত্ত, সামসুল আলম জুলফিকার, প্রমুখ। মানববন্ধন সমাবেশ শেষে নারী নেত্রীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *