জার্মানীর মাদকসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Spread the love

নাগরিক রিপোর্ট:
দক্ষিণাঞ্চলে প্রথমবারের মতো জার্মানীর তৈরী ক্রিষ্টাল মেথ আইস নামক মাদক সামগ্রী উদ্ধার হলো। র‌্যাব- ৮ শনিবার পিরোজপুর জেলার সদর উপজেলার ওদনকাঠী গ্রাম থেকে ১০ লাখ টাকা মূল্যের এই মাদক সামগ্রী উদ্ধার করেছে। এসময গ্রেফতার করা হয়েছে ওই গ্রামের মৃত মতিউর রহমান খানের ছেলে মাসুম খান ওরফে রাজকে।


মাসুম খান পিরেজপুুর সদর উপজেলার টোনা ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাধারন সম্পাদক। স্থানীয় একাধিক সুত্র জানায়, চিহিৃত মাদক ব্যবসায়ী মাসুম খান পিরোজপুরের নব্য ধর্ণাঢ্যদের একজন। সিসি ক্যামেরায় ঘেরা প্রাসাদোপম নিজ বাড়িতে অবস্থান করে মাদক ব্যবসা করেন তিনি।


র‌্যাব-৮ এর মেজর খালেদ জানান, মাসুম খানের কাছ থেকে ১০০ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস নামক মাদক উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ১০ লক্ষ টাকা। উচ্চমাত্রার এ মাদক সামগ্রী উৎপাদন করা হয় জার্মানীতে। বরিশাল তথা দক্ষিণাঞ্চলে এর আগে কখনও এ মাদক উদ্ধার হয়নি।


তিনি আরও জানান, আটক মাসুম খানের বিরুদ্ধে র‌্যাব-৮ এর ডিএডি আল মামুন সিকদার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পিরোজপুর থানায় মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *