তুলকালাম কান্ডের পর ঘুরে দাড়াতে চায় বরিশাল আ’লীগ

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে ব্যানার অপসারনকে কেন্দ্র করে গত ১৮ আগস্ট প্রশাসন ও স্থানীয় আ’লীগ নেতাকর্মীদের মধ্যে তুলকালাম কান্ড ঘটেছিল। ওই ঘটনার এক মাসে পড়লো আজ শনিবার। ইতোমধ্যে বরিশালের রাজনীতিতে অনেকটা ছন্দপতন ঘটেছে। তবে বৃহস্পতিবার এক সভায় স্থানীয় আ’লীগ সিটি মেয়র ও মহানগর সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে ঘুরে দাড়াতে চেয়েছে। গত ২২ দিন ধরে রাজধানীতে অবস্থান করা মেয়র সাদিক বরিশালে কবে আসবেন তা নিয়ে অধির আগ্রহে নেতাকর্মীরাও। অবশ্য মাঠ ছাড়ছেন না পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামিমের অনুসারীরা এমনটাই আভাস মিলেছে।

 

তুলাকালামকান্ডের পর সবচেয়ে আলোচিত বিষয় ছিল আওয়ামীলীগ দলীয় ৯ সিটি কাউন্সিলরের প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সাথে সাক্ষাত। ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান দুলাল সাংবাদিকদের জানান, বরিশালে একক রাজনৈতিক অবস্থার পরিবর্তন চাইতে তারা প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন। চলমান ২৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ নির্বাচনে মেয়র অনুসারীদের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। এমন কি মেয়র সাদিক’র ঘনিষ্ঠ সহোচর ছাত্রলীগ, যুবলীগ, আ’লীগ নেতারা প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলায় জামিন পেলেও নগরীতে তারা নিশ্চুপ। এখন পর্যন্ত তা প্রত্যাহার না হওয়া দুটি মামলায়ই মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ হুকুমের আসামী।

 

তবে এ অবস্থা থেকে ঘুরে দাড়াতে চায় স্থানীয় আওয়ামী লীগ। দীর্ঘদিন নিস্প্রান থাকা দলীয় কার্যালয় তাই গত বৃহস্পতিবার সরব হয়ে ওঠে। মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসাইন বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের জন্য বৃহস্পতিবার রাতে নগর আ’লীগ সভা করেছেন। সভায় মহানগর সভাপতি অ্যাড. এ কে এম জাহাঙ্গির বলেছেন, দল আমাদের, প্রজাতন্ত্রের কর্মচারীরাও আমাদের। তাই সিটি মেয়র সাদিকের নির্দেশ অনুযায়ী প্রশাসনের কারো সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা যাবে না। আ’লীগ নেতা আনোয়ার বলেন, মেয়র বরিশালে প্রধানমন্ত্রীর কর্মসুচীতে থাকবেন কিনা, কবে আসবেন- এ বিষয়ে সভায় কিছু বলা হয়নি।

 

মহানগর আওয়ামী লীগের অপর সহ সভাপতি অ্যাড. আফজালুল করিম বলেন, বৃহস্পতিবার দলীয় কার্যালয়ের সভায় তিনি বরিশালের সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে রাজনীতিতে পুনরয় ঘুরে দাড়ানোর আহবান জানিয়েছেন। রাজনৈতিক চর্চা বজায় রাখতে নেতাকর্মীদের দলীয় কার্যালয়মুখী হওয়ার পরামর্শ দিয়েছেন। আ’লীগ নেতা আফজাল বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে মেয়র সাদিক আব্দুল্লাহ থাকবেন কিনা, কিংবা কবে আসবেন তা সভায় আলোচনা হয়নি।

অপরদিক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব: জাহিদ ফারুক শামিম এমপি’র ঘনিষ্ঠ অনুসারী মহানগর আ’লীগের যুগ্ন আহবায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, শনিবার প্রতিমন্ত্রীর বরিশালে আসার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। গত ১৮ আগস্টের পর অনেকেই স্বাধীনভাবে কাজ করতে চান। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারাও আলাদাভাবে পালন করবেন।’

 

জানা গেছে, মেয়র সাদিক আবদুল্লাহ গত ২৭ আগষ্ট রাতে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন। নগর ভবনের সুত্র জানিয়েছে, মেয়র বরিশালে ফিরে নগর ভবনে তার নির্ধারিত ২০১ নম্বর কক্ষে বসবেন। এজন্য প্রস্তুতিও চলছে। এর আগে মেয়র নগরভবনের পরিবর্তে আধা কিলোমিটার দুরের করপোরেশনের রেস্ট হাউজ এনেক্স ভবনে দাপ্তরিক কাজ করতেন। বিসিসির প্রশাসনিক ও জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার রোহান সাংবাদিকদের বলেন, মেয়র এখন থেকে নগর ভবন ও এনেক্স ভবন দুই জায়গাতেই বসবেন।

এব্যপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো: ফারুক বলেন, মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বিভিন্ন প্রকল্প অনুমোদন চেস্টায় মন্ত্রনালয়ে কাজ করছেন। এগুলো অনুমোদন হলে তিনি বরিশালে ফিরবেন।

বহাল প্রশাসনিক কর্মকর্তারা: ১৮ আগষ্ট রাতে মেয়র অনুসারীদের সঙ্গে তুলাকালাম কান্ডের সুচনা হয়েছিল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সঙ্গে। তিনি ১০ আগষ্ট বদলি হলেও স্ব পদে বহাল আঝেন। কোতোয়ালীর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলামের বদলীর আদেশও স্থগিত হয়েছে।

প্রসঙ্গত, সদর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষে জাতীয় শোক দিবসের ব্যানার-ফেষ্টুন গত ১৮ আগস্ট বিসিসির কর্মী পরিচয়ে অপসারন করতে যান মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারী ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। এসময় আনসাররা বাধা দিলে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা ইউএনওর সরকারি বাসভবনে হামলা করে। আইনশ্ঙ্খৃলা বাহিনীর সঙ্গে মেয়র অনুসারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় মেয়র সাদিক আবদুল্লাহকে প্রধান আসামী করে পৃথক দুটি মামলা দায়ের হয়। পরে বিভাগীয় কমিশনার মো: সাইফুল ইসলাম বাদলের বাসভবনে ২১ আগষ্ট দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে পরিস্থিতি দৃশ্যমান শান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *