রোহিঙ্গা নেতা মুহিবুুল্লাহকে গুলি করে হত্যা

Spread the love

নাগরিক ডেস্ক : কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হয়েছেন। তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুতুপালংয়ের লম্বাশিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার কামরান জানিয়েছেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে রোহিঙ্গা নেতা এবং শিক্ষক মুহিবুল্লাহ (৫০) এফডিএমএন ক্যাম্প-১ ইস্ট এর ব্লক-ডি ৮ এ অবস্থিত নিজ অফিসে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে মারাত্মকভাবে আহত হন। এবং দ্রুত কুতুপালং এমএসএফ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, এশার নামাজের পর নিজ অফিসে অবস্থানকালে অজ্ঞাতনামা বন্ধুকধারীরা মোট ৫ রাউন্ড গুলি করলে তিন রাউন্ড গুলি মুহিবুল্লাহ’র বুকে লাগে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক মুহিবুল্লাহ’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *