বাংলাদেশকে নিয়ে স্কটল্যান্ডের রসিকতা

Spread the love

নাগরিক ডেস্ক : হার দিয়েই শুরু হয় বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন। ম্যাচের আগে বাংলাদেশকে এক প্রকার হুঙ্কার দিয়েছিলেন স্কটল্যান্ডের কোচ শেন বার্জার। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ওমান-পাপুয়া নিউগিনির কাতারেই দেখে স্কটল্যান্ড। ম্যাচ শেষে সেটিই প্রমাণ হল। স্কটিশদের বিপক্ষে ৬ রানে হেরে গেছে বাংলাদেশ।

সবাই যখন টাইগারদের হারের কারণ খুঁজতে ব্যস্ত তখন সংবাদ সম্মেলন হাজির হন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চেয়ারে বসেই বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে এমন বিপাকে হয়তো এর আগে কখনো পড়েননি মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহ বুকে পাথর বেঁধেই সংবাদ সম্মেলনে কথা বলা শুরু করলেন। কিন্তু তার বক্তব্য থামিয়ে দিল সংবাদ সম্মেলন কক্ষের বাইরে স্কটিশদের জয়োৎসব। তাদের চিৎকারে মাহমুদউল্লাহর কথা বলতে অসুবিধা হয়েছে। বাংলাদেশ অধিনায়ক চুপ করে অপেক্ষা করতে লাগলেন, কখন সেই উল্লাসধ্বনি থামবে। থামার পরপরই তিনি কথা বলা শুরু করলেন।

এই ভিডিওটি রসিকতার সহিত টুইট করেছে স্কটল্যান্ড। ভিডিওর পোস্টে ক্রিকেট স্কটল্যান্ড ক্যাপশনে লেখে, ‘দুঃখিত, ভবিষ্যতে আমরা একটু কম আওয়াজ করে উল্লাসটা করব।’

মাহমুদউল্লাহ বুকে পাথর বেঁধেই সংবাদ সম্মেলনে কথা বলা শুরু করলেন। কিন্তু তার বক্তব্য থামিয়ে দিল সংবাদ সম্মেলন কক্ষের বাইরে স্কটিশদের জয়োৎসব। তাদের চিৎকারে মাহমুদউল্লাহর কথা বলতে অসুবিধা হয়েছে। বাংলাদেশ অধিনায়ক চুপ করে অপেক্ষা করতে লাগলেন, কখন সেই উল্লাসধ্বনি থামবে। থামার পরপরই তিনি কথা বলা শুরু করলেন।

এই ভিডিওটি রসিকতার সহিত টুইট করেছে স্কটল্যান্ড। ভিডিওর পোস্টে ক্রিকেট স্কটল্যান্ড ক্যাপশনে লেখে, ‘দুঃখিত, ভবিষ্যতে আমরা একটু কম আওয়াজ করে উল্লাসটা করব।’

আইসিসি সহযোগি সদস্য দেশটির বিপক্ষে ২টি টি-টোয়েন্টি খেলে একটাও জিততে পারেনি বাংলাদেশ। তাই হয়তো বাংলাদেশকে এভাবে খোঁচা মেরে দিল স্কটল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *