ট্যাক্স বৃদ্ধির নামে তামাক ব্যবহারে সুযোগ!

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ তামাকের ব্যবহার নিয়ন্ত্রনে যে আইন আছে তার অনেক ফাঁকফোকর রয়েছে। যেকারনে নানাভাবে তামাকের প্রচার চলছে। এটি রোধ করতে হলে সরকারকে কঠিন আইন করতে হবে। অবশ্য সরকার প্রতিবছর বাজেটে ট্যাক্স বৃদ্ধির নামে তামাকজাত পন্য ব্যাবহারের সুযোগ করে দিচ্ছে। মঙ্গলবার বরিশালে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা, প্রষ্ঠপোষকতা নিয়ন্ত্রন পদক্ষেপ নেয়ার লক্ষ্যে বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল সচেতন নাগরিক কমিটি’র (সনাক) জেলা সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা। বেসরকারী সংস্থা স্কোপ এর নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন শিবলুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর ডিপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীর বিক্রম, বরিশাল মহিলা চেম্বার্স সভাপতি ডাঃ বনলতা মোর্সেদ, বরিশাল জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এ্যাড. মাওলাদ হোসেন সানা, বরিশাল জেলা ক্রিড়া সংস্থার সদস্য আমিনুল হক মাসুম গনফোরাম নেতা এ্যাড. হিরন কুমার দাস মিঠু, ক্যাব এর বরিশাল জেলা সাধারন সম্পাদক রনজিৎ দত্ত, পরিচালক এ.কে.এম আলম প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ধুমপান বাল্য শিক্ষার আদর্শলিপি। ধুমপানে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে নারী ও শিশু। তারা বলেন, এখনও প্রকাশ্যে ধুমপান চলছে। এ অবস্থা রোধে ধুমপায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তামাকের ব্যবহারের নেতীবাচক বিষয়ের ক্ষেত্রে সচেতন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *