বিয়ের কারন জানালেন মালালা

Spread the love

নাগরিক ডেস্ক : মানুষ কেন বিয়ে করে- এমন মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ওই ঘটনার চারমাস পর নিজে বিয়ে করে আবারও সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মধ্যে বিয়ে নিয়ে এবার মুখ খুললেন মালালা। ফ্যাশনবিষয়ক জনপ্রিয় সাময়িকী ভোগের এক নিবন্ধে তিনি জানিয়েছেন তার বিয়ের কারণ।

ভোগে মালালার নিবন্ধটি প্রকাশিত হয়েছে ১১ নভেম্বর। ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্টের প্রতিবেদনে বলা হয়, ‘নিজের ভাষায় মালালার বিয়ে’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এতে মালালা বলেন, ‘আমি একজন সেরা বন্ধু ও সঙ্গী খুঁজে পেয়েছি।’ এবার সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি থেকে তিনি বিয়েকে দেখেছেন বলে জানিয়েছেন।

বিয়ের কারণ হিসেবে বলেন, তার বন্ধুবান্ধব, পরামর্শদাতা, এমনকি স্বামী আসার মালিকও এ নিয়ে বোঝাপড়া করতে পাশে ছিলেন। তিনি বুঝতে পারেন পুরুষতান্ত্রিকতা ও দমন-পীড়নের বাইরে গিয়েও বিবাহিত সম্পর্ক টিকে থাকতে পারে।

চলতি বছরের জুলাইয়ে ভোগের সঙ্গে এক আলাপচারিতায় মালালা বলেন, ‘আমি এখনো বুঝতে পারি না, কেন মানুষকে বিয়ে করতে হবে। আপনি যদি একজন জীবনসঙ্গী চান, তাহলে কেন বিয়ের কাগজপত্রে সই করতে হবে। এটা কি শুধু একটি অংশীদারত্ব হতে পারে না?’

এ বিষয়ে মালালা বলেন, ‘আমি বিয়ের বিরুদ্ধে ছিলাম না। আমি প্রথাটি নিয়ে সর্তক ছিলাম। আমি পুরুষতান্ত্রিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। পাশাপাশি বিয়ের পর নারীদের নানা বিষয়ে আপসের প্রস্তুতি নিতে হয় এবং বিয়েসংক্রান্ত আইনগুলোতে সাংস্কৃতিক প্রথা ও নারীবিদ্বেষী মনোভাবের প্রভাব পড়ে তা নিয়ে কথা বলেছিলাম।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিককে বিয়ে করেছেন মালালা। ২০১৮ সালে আসার মালিকের সঙ্গে তার পরিচয় হয়। দু’জনের মধ্যে সম্পর্কের শুরু তখন থেকেই। মালালা বলেন, ‘আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়ে পড়ি। আমাদের মূল্যবোধে মিল ছিল। দু’জনের সঙ্গও উপভোগ করছিলাম। সুখ-দুঃখের সময়গুলো পাশাপাশি দাঁড়িয়ে কাটিয়েছি। জীবনের ওঠা-নামায় আমরা দু’জন দু’জনের কথা শুনেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *