গুড়িয়ে দিলো তিন ভাটা, ৪ লাখ টাকা জরিমানা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে নিষিদ্ধ ঘোষিত ড্রাম চিমনীযুক্ত সনাতন পদ্ধতির ইটভাটা ও ছাড়পত্রবিহীন জিগজ্যাগ পদ্ধতির ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় অবৈধভাবে গড়ে ওঠা ৩টি ইটভাটাকে গুড়িয়ে দেয়া হয়েছে। প্রায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে আরও ৩টির মালিককে। মঙ্গলবার বরিশালের বাকেরগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: আব্দুল হালিম সুত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের সহযোগিতায় ড্রাম চিমনীযুক্ত ৩টি ইটভাটার চিমনী ভেঙ্গে গুড়িয়ে দেয়াসহ কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এ ৩টি হচ্ছে বাকেরগঞ্জের কলকাঠীর মেসার্স টু স্টার ব্রিকস, মেসার্স এইচ এন্ড এইচ ব্রিকস এবং মেসার্স ওয়ান নিপা ব্রিকস।

এছাড়া উপজেলার কলসকাঠীর মেসার্স টাটা ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স মেঘনা ব্রিকসকে ১ লাখ টাকা এবং মেসার্স নিপা ব্রিকসকে ১ লাখ টাকা জরমিানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *