সৌন্দর্য্যে নবীনদের উৎসহ প্রবীন শহর ওয়াটারফোর্ড কাউন্টি

Spread the love

আয়ারল্যান্ড থেকে সুজলা আহমেদ ॥ আয়ারল্যান্ডের সর্ব দক্ষিনে ওয়াটারফোর্ড কাউন্টি। আয়ারল্যান্ডে প্রথম স্থাপিত শহর এটি। এরপর পর্যায়ক্রম এ রাষ্ট্রের অন্যান্য শহরগুলো স্থাপিত হয়। ইতিহাস থেকে জানা গেছে, ৯১৪ সালের দিকে ওয়াটারফোর্ড কাউন্টি এ নগরটি স্থাপিত হয়। কিন্তু এ শহরের ভিতর প্রবেশ করার পর মনেই হয়না এটি এত পুরানো একটি শহর। প্রতিটি জায়গায় আধুনিকতা আর অভিজ্ঞ স্থপতিদের তুলির ছোঁয়ার প্রশংসা করতে হয় পরতে পরতে। শহরটির চারদিকে ১৪টি ছোট-বড় সী বীচ আছে। মনে হবে অনেক যতেœ আগলে রাখা হয়েছে শহরটিকে। সড়কের দুপাশে পরিকল্পিত বনায়নের সৌন্দর্যে নস্টালিজকায় ডুবে যাবেন। সবুজের সমারোহের এক অদ্ভুত আলিঙ্গন দেখতে হলে ওয়াটারফোর্ডে আপনাকে ঘুরে আসতেই হবে। পাহাড় বেস্টিত এ শহরে কি নেই, তা খুঁজে বের করা আসলেই দুস্কর। সৌন্দর্য্যের এ লীলাভূমির স্পর্শ পেতে গ্রীস্মকালীন ছুটিতে ছেলেমেয়ে সহ বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ তিন পরিবার এই প্রথম সেখানে ঘুরতে গিয়েছিলাম। নীল আকাশ, সমুদ্রের উচ্ছাস, সমুদ্রের পাশে বসে সূর্য উদয়ের অপেক্ষা, চারিদিকে সদ্য ফোটা ফুলের সমারোহে আমরা অভিভূত। প্রাকৃতিক সৌন্দর্যের পসরা সাজিয়ে বসা এ পরিচ্ছন্ন শহরটিতে ঘুরে আসলে আপনার মন থেকেই বের হবে কবির লেখা সেই পংক্তিগুলো- “দেখা হয়নাই চক্ষু মেলিয়া ঘর হতে দু পা ফেলিয়া”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *