দূর্ণীতির মামলায় জাপার রূহুল আমিনকে আদালতে হাজিরের নির্দেশ

Spread the love

নাগরিক ডেস্ক : দুর্নীতির মামলায় জাতীয় পার্টির নেতা এবিএম রুহুল আমিন হাওলাদারকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

গত বছরের ৬ ডিসেম্বর দুর্নীতির এক মামলায় রুহুল আমিন হাওলাদারকে খালাস দেন বিচারিক আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি জানান, দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতের নথি তলব করেছেন।

এইচ এম এরশাদের আমলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় তহবিলের ৪০ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ১৯৮৯ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে রমনা থানায় এ মামলা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *