শক্তি হারিয়েছে ‘অশনি’, আসছে ‘করিম’

Spread the love

নাগরিক ডেস্ক : ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাতের মধ্য জানা গেল আসছে ‘করিম’ নামের আরেকটি ঘূর্ণিঝড়। এট ভারত মহাসাগরের উড়িষ্যা উপকূলের দিকে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়াভিত্তিক সংবাদমাধ্যম দি ওয়েদার চ্যানেল।

প্রতিবেদনে বলা হয়, করিম নামের ঘূর্ণিঝড়ের নামটি পূর্ব আফ্রিকার দেশ সিসেলসের পরামর্শ অনুযায়ী রাখা হয়েছে। এটি এখন টাইপ-টু ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর প্রভাবে ঘণ্টায় ১১২ কিলোমিটার থেকে ১৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ভারত মহাসাগর থেকে ‘করিম’ বঙ্গোপসাগরে বা ভারত ও বাংলাদেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

এদিকে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ ক্রমশ শক্তি হারাচ্ছে। এটি এখন সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভারতের অন্ধ্র উপকূলে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আরও দুদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

বাংলাদেশের উপকূল থেকে ‘অশনি’র দূরত্ব বাড়ছে। আজ বুধবার সকাল ৬টায় এর অবস্থান ছিল অন্ধ্র প্রদেশ উপকূলে। অবশ্য ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় দুদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, এমন বৃষ্টিপাত চলতে পারে আরও দুদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *