ব‌রিশা‌লে বিএন‌পি নেতা শি‌রিন, ফারুক, আবুল সহ ১৫জন আটক

Spread the love

নাগরিক রিপোর্ট:
অব‌রোধ কমসুচীকে কেন্দ্র ক‌রে ব‌রিশাল- ঢাকা মহাসড়‌কে বি‌ক্ষোভ মিছিল কর‌তে গি‌য়ে বিএন‌পির কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিন, নগর বিএন‌পির আহবায়ক ম‌নিরুজ্জামান ফারুক, দ‌ক্ষিন জেলা বিএন‌পির আহবায়ক আবুল হো‌সেন সহ প্রায় ১৫জন নেতাকমী আটক হ‌য়ে‌ছেন। বুধবার সকাল ৭টায় নগরীর সিন্ড‌বি ১ নং পো‌লের সাম‌নে থে‌কে তা‌দের আটক করা হয়। ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানার ও‌সি আনোয়ার হো‌সেন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ওসি ব‌লেন, বুধবার সকা‌লে ঢাকা ব‌রিশাল মহাসড়‌কের সিন্ড‌বি রো‌ডে যানবাহন চলাচ‌লে বাধাগ্রস্থ করার চেস্টা ক‌রা হয়। এসময় ঘটনাস্থল থে‌কে বিএন‌পির কেন্দ্রীয় নেতা শি‌রিন, আবুল হো‌সেন, ফারুক, বাবুল সহ সহ ক‌য়েকজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। আটকৃকত‌দের বিরু‌দ্ধে আইনী ব‌্যাবস্থা নেয়া হ‌চ্ছে।

দ‌ক্ষিন জেলা বিএন‌পির সদস‌্য মুস‌ফিকুল হাসান মাসুম ব‌লেন, তারা অব‌রোধ সফ‌লে দ‌ক্ষিন বিএন‌পি ও মহানগর বিএন‌পি সিএন্ড‌বি সড়‌কে অবস্থান নেন। এক পযা‌য়ে আইনশৃংখলা বা‌হিনী সিন্ড‌বি ১নং পোল থে‌কে শি‌রিন সহ তা‌দের ঘি‌রে ফে‌লেন। সেখান থে‌কে আটক করা হ‌য়ে‌ছে বিএন‌পির কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক ‌বিল‌কিস জহন শি‌রিন, দ‌ক্ষিন জেলার আহবায়ক আবুল হো‌সেন, যুবদল নেতা রেজাউর রহমান কিরন, সাকলাইন মোস্তাক সহ ৪জন নেতাকে।

নগর বিএন‌পির দপ্ত‌রের দা‌য়িত্বপ্রাপ্ত জা‌হিদুর হমান রিপন ব‌লেন, মহানগর বিএন‌পি সিএন্ড‌বি রো‌ডের তাওয়া রেস্তরা থে‌কে মি‌ছিল বের করার চেস্টা ক‌রেন। সেখান থে‌কে মহানগর বিএন‌পির আহবায়ক ম‌নিরুজ্জামান ফারুক, ‌সি‌নিয়র যুগ্ন আহবায়ক আলী হায়দার বাবুল, ১৬ নং ওয়াড বিএন‌পি নেতা শেখ সা‌ব্বির, মহানগর সেচ্ছা‌সেবক দ‌লের যুগ্ন আহবায়ক হো‌সেন আনিচ, মৎস‌্যজিবী দ‌লের যুগ্ন আহবায়ক মোঃ ফের‌দৌস, ১নং ওয়াড বিএন‌পির সদস‌্য সামশুল আলম মন্টু, সেচ্ছা‌সেবক দল নেতা ইকু, শ্রমিকদল নেতা মোঃ আসলাম, অ‌্যা‌ঞ্জেল সহ কমপ‌ক্ষে ১১জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। এই সংখা আরও বাড়‌তে পা‌রে ব‌লে জানান‌ বিএন‌পি নেতা রিপন।

এদি‌কে বিএন‌পি ও জামায়া‌তের অব‌রো‌ধের দ্বিতীয় দি‌নেও ঢাকা ব‌রিশাল মহাসড়‌কে দুরপাল্লার বাস চলাচল ক‌রে‌নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *