নাগরিক রিপোর্ট:
শেখ হাসিনা সরকারের পতনের পরপরই বরিশালে পরিবেশ আইন উপেক্ষা করে পুকুর, জলাশয়, দিঘী ভরাটের হিড়িক পড়েছে। কোথাও বিএনপি নেত্রী, কোথাও, সাবেক চেয়ারম্যান কিংবা কোথাও প্রভাবশালীরা বালু ফেলে ভরে ফেলছেন জলাশয়। যদিও ভরাট থেকে জলাশয় রক্ষায় সাইনবোর্ড সাটিয়ে দিয়েছিল সিটি করপোরেশন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি কাজে লাগাচ্ছে জলাশয় খেকোরা। নগরের ব্রাউন কম্পাউন্ডে এমন একটি পুকুর ভরাট করে ফেঁসে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। গত এক সপ্তাহে নগরীতে এমন একডজন জলাশয় ভরাট কিংবা চেস্টা করেছে প্রভাবশালীরা। পরিবেশ অধিদপ্তর এবং সিটি করপোরেশন পুকুর ভরাটের খবর পেলেও বর্তমান অবস্থায় কোন পদক্ষেপ নিচ্ছে না।
জানা গেছে, অষ্টাদশ শতাব্দীতে বরিশালে ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন পর্তুগিজ নাগরিক এমটি ব্রাউন। এক সময় ওই এলাকার নাম হয় ব্রাউন কম্পাউন্ড। সেখানকার তিনটি পুকুর জনসাধারণের ব্যবহারের জন্য দান করে যান স্ত্রী মিসেস ব্রাউন।এরপর থেকেই পুকুরগুলো ব্যবহার করে আসছেন ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দারা।
সরেজমিনে রোববার দুপুরে নগরের ১৬ নং ওয়ার্ডের ব্রাউন কম্পাউন্ডে ঘুরে দেখা গেছে, বালু ফেলার কারনে পুকুরটির এখন আর অস্তিত্ব নেই। সেখানে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। যাতে বিএনপি নেত্রী শিরিন এর ১০জন ওয়ারিশ এর নাম লেখা রয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকস জাহন শিরিন ও তার পরিবার পুকুরটি ভরাটের পায়তারা চালায়। যেকারনে ভরাট বন্ধে সিটি করপোরেশন সেখানে সাইনবোর্ডও সাটিয়ে দেয়। কিন্তু শেখ হাসনা সরকার পতনের পরপরই গত ৫ আগস্ট রাতে বিএনপি নেত্রী শিরিন ও তার ভাই শহিদুল ইসলাম শামিম পুকুরটি বালু ফেলে ভরাট শুরু করে। ২৪ শতাংসের এ পুকুরটির এখন আর অস্তিত্ব নেই।
স্থানীয় বাসিন্দা হোমিওপ্যাথিক চিকিৎসক হুমায়ুন কবির বলেন, ৯০ দশক থেকে তিনি এখানে থাকেন। ওই পুকুর মিসেস ব্রাউন জনসাধারনের ব্যাবহারের জন্য দিয়ে যান। তিনি নিজেও ওই পুকুরে গোসল করছেন। ঘাটলায় বসেছেন। কিন্তু বিএনপি নেত্রী শিরিন এটি গিলে খাচ্ছে। বালু ফেলে পুকুরের অস্তিত্বই ধ্বংস করে ফেলেছে। ওই এলাকায় এখন প্রতি শতাংস জমির মুল্য ৫০ লাখ হলে পুকুরটির দাম হতে পারে প্রায় ১২ কোটি বলে জানান হুমায়ুন কবির।
রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনকে ফোন দেয়া হলে তিনি বলেন, ‘সাংগঠনিক টিমের সঙ্গে আছি। পরে কথা বলি।’ শিরিন অবশ্য সাংবাদিকদের বলেছেন, ওই সম্পত্তি তাদের পৈতৃক। পুকুর ভরাটের ক্ষেত্রে পরিবেশ আইন মানা হয়েছে কিনা এ বিষয়ে তিনি কোন জবাব দেননি।
এদিকে রোববার দুপুরে জানা গেছে, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিরিনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। দলের একাধিক সুত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে পুকুর ভরাটের জেরে শিরিনের পদ স্থগিত করা হয়। এ খবরে বরিশাল বিএনপিতে ঝড় উঠেছে।
খোজ নিয়ে জানা গেছে সরকার পরিবর্তনের সুযোগে নগরীতে একের পর এক পুকুর ভরাট হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য নগরের ২৯ নং ওয়ার্ডের কাশিপুর ভুমি অফিসের সামনে শতবর্ষী শীতারাম বসুর দিঘী, নথুল্লাবাদ এলাকার চৌহুতপুর দিঘী,
বিএম কলেজের ইংরেজী বিভাগের ছাত্র আরিফিন হোসেন বলেন, নগরীর ২৯ নং ওয়ার্ডের কাশিপুর ভুমি অফিসের সামনে শতবর্ষী শীতারাম বসুর দিঘীটি গত ৬ আগস্ট রাত থেকে ভরাটের চেস্টা চালান স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন। প্রায় ৩ একরের উপর গড়ে ওঠা এ দিঘিটির পাশে বাশ গেড়ে বালু ফেলতেছে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা বালু ফেলা বন্ধ করে দেয়।
এছাড়া নগরের ২৮ নং ওয়ার্ডের কাশিপুরের এতিমখানা সড়ক মুন্সিবাড়ি পুকুর একাংশ ভরে ফেলেছে প্রভাবশালীরা। একই ওয়ার্ডের আল্লার দান মসজিদ সংলগ্ন মাতব্বর বাড়ির দিঘিটি অতি গোপনে ভরছে। সেখানে সিটি করপোরেশন সাইনবোর্ড দিলেও তা সরিয়ে ফেলা হয়েছে।
নথুল্লাবাদ এলাকার ব্যবসায়ী শওকত মোল্লা বলেন, চৌহুতপুর দিঘীটিতে সিটি করপোরেশন সাইনবোর্ড দিয়ে ভরাট বন্ধ করে দিয়েছিল। কিন্তু প্রভাবশালী আলী চেয়ারম্যান সাইনবোর্ড তুলে ফেলেছে। সরকার পরিবর্তনের পর ভরাটের চেস্টা চালালে সেনবাহিনীর তৎপরতায় কর্মকান্ড বন্ধ রেখেছে।
জানতে চাইলে বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী মাসুদ বলেন, এই অবস্থায় কি করি। পুলিশ নেই, ম্যাজিস্ট্রেট নেই। কি করে অভিযান করি। তারপরও ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাট বন্ধের নির্দেশ দিয়েছি। ব্রাউন্ড কম্পাউন্ডের পুকুর ভরাট বন্ধে স্থানীয় এক বিএনপি নেত্রীকে নোটিশ দেয়া হচ্ছে। এছাড়া শীতারামের দিঘীতে বাশ গেড়ে বালু ফেলার চেস্টা করেছেন সাবেক চেয়ারম্যান আলী হোসেন। তাকেও নোটিশ দিচ্ছি।
এব্যপারে বরিশাল সিটি করপোরেশনের অবৈধ উচ্ছেদ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, তারা এসব পুকুর দখল ও ভরাট বন্ধে এর আগেও ব্যবস্থা নিয়েছেন। বিভিন্ন স্থানে জলাশয় বন্ধে সাইনবোর্ডও দিয়েছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুকুর, দিঘী, জলাশয় ভরাপট বন্ধে প্রশাসন সক্রিয় হলে তারা ব্যবস্থা নিবেন।

Your article helped me a lot, is there any more related content? Thanks!
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://accounts.binance.com/es/register?ref=T7KCZASX
I love how you analyze complex ideas into simple and comprehensible parts.
Your unwavering dedication and passion shine through in every paragraph you write. It’s truly inspiring.
https://t.me/s/Official_1win_kanal/283
Официальный Telegram канал 1win Casinо. Казинo и ставки от 1вин. Фриспины, актуальное зеркало официального сайта 1 win. Регистрируйся в ван вин, соверши вход в один вин, получай бонус используя промокод и начните играть на реальные деньги.
https://t.me/s/Official_1win_kanal/1421
https://t.me/s/Official_1win_kanal?before=240