নাগরিক রিপোর্ট
বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান মোহাম্মদ মোর্শেদকে অপহরণ করে এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি ধারণের অভিযোগ উঠেছে। এসময় তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবী করা হয়। অ্যাড. মোর্শেদ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নির্বাচিত আইনজীবী নেতা। জানা গেছে, অ্যাড. মোর্শেদ থানায় গিয়ে মৌখিকভাবে অভিযোগ জানালেও ভয়ে কোন লিখিত অভিযোগ দেননি বলে জানা গেছে।
ঘটনার শিকার অ্যাড. খান মোহাম্মদ মোর্শেদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকেলের দিকে নগরীর অক্সফোর্ড মিশন রোড থেকে তাকে অপহরণ করা হয়। তিনি আদালতের কার্যক্রম শেষে মোটরসাইকেলযোগে নিজ বাসায় যাওয়ার পথে অক্সফোর্ড মিশন রোড মসজিদের সামনে পৌঁছলে অজ্ঞাতনামা ৬-৭জন দুর্বৃত্ত তাকে থামায়। এসময় তারা ভয়ভীতি প্রদর্শন করে মুসলিম গোরস্থানের একটি বাড়ির দ্বিতীয় তলা ফ্ল্যাটে নিয়ে যায়। নির্জন ফ্ল্যাটের একটি অন্ধকার কক্ষে নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। পরবর্তীতে অপহরণকারীরা জোরপূর্বক তাকে বিবস্ত্র করে এক নারীকে পাশে বসিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, অপহরণকারীদের চেকের মাধ্যমে টাকা পরিশোধের প্রলোভন দিয়ে তিনি আইনজীবী সমিতির নিজ কক্ষে এসে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসা তালাবদ্ধ পেয়েছে। জানা গেছে, ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া পলিন নামে এক ব্যক্তি। এ ঘটনায় মঙ্গলবার রাতে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন অ্যাড. মোর্শেদ।
জানা গেছে, অ্যাড. মোর্শেদ শিক্ষানবিশ এক নারী আইনজীবীকে কু-প্রস্তাব দেয়ার জেরে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে ছাত্রদলের সাবেক এক নেতা জড়িত।
এব্যাপারে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তাফিজুর রহমান বলেন, আইনজীবী মোর্শেদ থানায় এসেছিলেন। তিনি মৌখিকভাবে অভিযোগ করেছেন। যেহেতু মামলাই হয়নি সেহেতু এর সত্যতা আছে কি না তা দেখার সুযোগ নেই।
nhst2t
jx7ebs
Your enthusiasm and commitment radiate through every section. It’s truly commendable.
I appreciate your authenticity and candidness in sharing your knowledge.