আইডাহোতে স্নাইপার হামলায় নিহত ২, নিরাপত্তা সতর্কতা জারি

Spread the love

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের কুটেনাই কাউন্টির পাহাড়ি কানফিল্ড মাউন্টেন এলাকায় আগুন নেভাতে গিয়ে ভয়াবহ স্নাইপার হামলার শিকার হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এতে অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

কাউন্টির শেরিফ রবার্ট নরিস এক সংবাদ সম্মেলনে বলেন, “কোয়র ডি’আলেন শহরের কাছে উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। আমরা এখনো সক্রিয় স্নাইপার হামলার মধ্যে আছি।” তিনি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যরা বিভিন্ন দিক থেকে গুলির শব্দ পাওয়ার কথা জানিয়েছেন, যা হামলার ব্যাপকতা ও সংগঠিততার ইঙ্গিত দেয়।

এফবিআই-এর ডেপুটি ডিরেক্টর ড্যান বংগিনো জানান, ঘটনাস্থলে কৌশলগত সহায়তা দিতে ইতোমধ্যে এফবিআই কার্যক্রম শুরু করেছে। আইডাহোর গভর্নর ব্র্যাড লিটল এক্সে দেওয়া এক বার্তায় বলেন, “এটি আমাদের সাহসী ফায়ার সার্ভিস সদস্যদের ওপর একটি ঘৃণ্য, সরাসরি হামলা। আমি আইডাহোর প্রতিটি নাগরিককে আহ্বান জানাই, আহত ও নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করুন।”

শেরিফ নরিস আরও বলেন, এখনও পরিষ্কার নয় কতজন হামলাকারী এই ঘটনার সঙ্গে জড়িত। “একজন, দুইজন, তিনজন না চারজন – আমরা নিশ্চিত নই। হতাহতদের চূড়ান্ত সংখ্যা জানার চেষ্টা চলছে,” বলেন তিনি।

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের কানফিল্ড মাউন্টেন এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্নাইপার বিরোধী বিশেষায়িত দল মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে জরুরি সেবাদানকারী সংস্থার ওপর হামলার ঘটনা বেড়েছে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এ ধরনের সংঘবদ্ধ স্নাইপার হামলা বিরল।