পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সংঘবদ্ধ একটি চক্র সাবমেরিন ক্যাবল কেটে ফেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শনিবার (২৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার গহিনখালী এলাকার বুড়াগৌরাঙ্গ নদীর তলদেশে থাকা ক্যাবল কেটে ফেলার ফলে রাঙ্গাবালী সদরসহ চারটি ইউনিয়নের প্রায় ২৫ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন।
পল্লী বিদ্যুৎ সমিতির রাঙ্গাবালী সাব জোনাল অফিসের এজিএম প্রকৌশলী কাওসার আহম্মেদ জানান, ভোলা থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে রাঙ্গাবালীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তিনটি ফেইজের মধ্যে মূল দুটি এবং একটি অতিরিক্ত ফেইজ কেটে ফেলায় পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ক্যাবল মেরামতের কাজ চলছে।
ঘটনার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা শব্দ শুনে ঘটনাস্থলে যায়। চক্রের ছয় সদস্য পালিয়ে গেলেও ধরা পড়ে দুইজন। আটককৃতরা হলেন, গলাচিপা উপজেলার জসিম মৃধা (৩৫) ও রাঙ্গাবালীর জুয়েল মৃধা (২৫)। সম্পর্কে তারা চাচাতো ভাই। এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, ভোলা থেকে আসা চক্র তাদের ট্রলার ভাড়া নেয় এবং প্রায় তিন লাখ টাকার সরঞ্জাম ব্যবহার করে ক্যাবল কাটে। চক্রের বাকি সদস্যদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
রাঙ্গাবালী থানার ওসি এমারৎ হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্বে) আবুল কাশেম বলেন, “সোমবার রাতের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা চলছে। কাটা অংশ জোড়া দিতে প্রয়োজনীয় সরঞ্জামসহ একটি টিম রোববার রাতেই রওনা দিচ্ছে।”