জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘পুনরুত্থান কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “এই অনুষ্ঠানমালার মাধ্যমে আমরা শুধু স্মরণ নয়, নতুন শপথ গ্রহণ করতে চাই—যাতে আর কোনোদিন স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”
প্রধান উপদেষ্টা বলেন, “গত বছরের জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক। সেই অভ্যুত্থান তরুণ-ছাত্র, রিকশাচালক, কৃষক-শ্রমিকসহ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করেছিল। তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে—গণতন্ত্র ও নতুন বাংলাদেশের স্বপ্নে। এই কর্মসূচির মাধ্যমে আমরা সেই স্বপ্নকে আবার জাগ্রত করতে চাই।”
তিনি ঘোষণা দেন, প্রতিবছর এই সময়কে গণজাগরণ ও ঐক্যের মাস হিসেবে পালিত হবে। “১৬ বছর পরে আমাদের আবার গণ-অভ্যুত্থান করতে হয়েছিল। আমরা চাই না আর কখনও এতটা সময় অপেক্ষা করতে হোক। এবার যেন প্রথমেই স্বৈরাচারের চিহ্ন বুঝে প্রতিরোধ গড়ে তোলা যায়।”
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, “যারা রাস্তায় নেমেছিলেন, তারা শুধু প্রতিবাদ করেননি, তারা ইতিহাস গড়েছেন। এই স্মৃতি আমাদের প্রেরণা ও দিকনির্দেশনা দেবে।”
আয়োজনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারও বক্তব্য দেন। কর্মসূচির উদ্দেশ্য হিসেবে বলা হয়—জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা এবং দীর্ঘ আন্দোলনে অর্জিত সংস্কারগুলো রক্ষা করা।
এ মাসব্যাপী কর্মসূচিকে ঐক্য ও গণতন্ত্রের পথে নতুন যাত্রা হিসেবে বিবেচনা করছেন আয়োজকরা।