পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলমান ফেডারেশন ও পরিচালক গিল্ডের দ্বন্দ্বের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। এরই মাঝে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, যিনি অভিযোগ করছেন—টেকনিশিয়ানদের অসহযোগিতার কারণে তার কাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে, এমনকি নতুন কোনো প্রজেক্টও হাতে পাচ্ছেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনির্বাণ বলেন, “আমি ‘রঘু ডাকাত’-এ অভিনয়ের পর থেকে আর কোনো কাজ পাইনি। এটা শুরুতে সমস্যা মনে হয়নি। কিন্তু যদি আগামী ৩-৬ মাসেও কেউ না ডাকেন, তখন তো ভাবতেই হবে—আমার অভিনয়জীবন কি তাহলে থেমে গেল?”
তিনি ইঙ্গিত দেন, তাকে পরিকল্পিতভাবে সাইডলাইন করা হচ্ছে। তার ভাষায়, “আদালতে যাওয়ার পর থেকেই এই সমস্যার মুখোমুখি হচ্ছি। এখনও কোনো সিরিজ বা ছবিতে আমাকে ডাকা হয়নি। বিষয়টি দুঃখজনক।”
অনির্বাণ শুধু অভিনেতাই নন, একজন সফল পরিচালক, গীতিকার ও ব্যান্ড সদস্যও। তিনি বহু সিরিজ ও চলচ্চিত্রে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। কিন্তু শিল্পী সংগঠনগুলোর সংঘাতে এখন কাজ পাওয়া নিয়েই অনিশ্চয়তায় ভুগছেন তিনি।
সম্প্রতি একটি মিউজিক ভিডিওর শুটিং সময়মতো শুরু করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা। তার মতে, “এই অবস্থায় শিল্পীরা নিঃশব্দে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অথচ কেউ কিছু বলছে না। শিল্পের স্বাধীনতা যেখানে বাধাগ্রস্ত, সেখানে সৃষ্টিশীলতা কীভাবে টিকে থাকবে?”
ফেডারেশন ও গিল্ডের মধ্যে সমঝোতা না হলে পুরো টালিগঞ্জ ইন্ডাস্ট্রি একটি গভীর সঙ্কটে পড়বে—এমনটাই আশঙ্কা করছেন অনেকে। অনির্বাণের মতো প্রথিতযশা শিল্পীর এমন খোলামেলা বক্তব্যে সেই সঙ্কট আরও প্রকটভাবে সামনে এলো।