নাগরিক রিপোর্ট
প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি শুক্রবার বরিশাল মহানগরীর কোতয়ালী উত্তর থানার উদ্যোগে আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণ প্রস্তুত একটা পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নেয়ার জন্য। জামায়াতে ইসলামী সকল কর্মীদের জনগণের কাছে যেতে হবে, প্রত্যেক দিন বিভিন্ন কাজের ফাঁকে নির্বাচনী কাজ করতে হবে।
বাংলাদেশে একটি জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হলে যারা সৎ মানুষকে দায়িত্বে নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় যাইনি কিন্তু এই দলের নেতা কর্মীর দেশের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দায়িত্ব পালন করছে এবং দলে অনেক নেতা মন্ত্রী থেকে শুরু করে করে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে তারা কখনো দুর্নীতি করেনি আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে এটা বোঝাতে হবে।
কোতয়ালী উত্তর থানা নায়েবে আমীর অধ্যাপক সৈয়দ গোলাম গোফরানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি হাফেজ জাবের হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান।