কঠোর প্রশাসন: বরিশালে দ্বিগুন দামে লবন বিক্রি

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ লবন নিয়ে মঙ্গলবার দুপুর থেকে গুজবে বরিশালে লংকা কান্ড ঘটেছে। লবনের দাম বেড়েছে এমন খবরে নগরীসহ গোটা জেলার তৃনমুলেও মানুষের মধ্যে লবন কেনার হিড়িক পড়েছে। নগরীর ফড়িয়াপট্টি, বাজার রোডের পাইকারী দোকানসহ অধিকাংশ মুদি দোকানে দেখা গেছে, ক্রেতারা লবন কেনার জন্য ভীর করছেন। এ সুযোগে বিক্রেতারা প্রতি কেজি ৩৫ টাকার লবন ৬০-৭০ টাকায় বিক্রি করছেন। এদিকে গুজব রোধে মঙ্গলবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি) ফেসবুক পেজ এ সতর্কতা জারি করেছে। পুলিশের পক্ষ থেকে গ্রামে গ্রামে লবন নিয়ে গুজব রোধে মাইকিং করা হয়েছে। জরুরী সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুর আড়াইটায় নগরীর বাজার রোডের খোকন স্টোর্স এ দেখা গেছে, ৬৫ টাকা দরে লবন বিক্রি করছেন। ক্রেতা মাইনুল ইসলাম বলেন, লবনের দাম বাড়বে শুনে তিনি ১৩০ টাকায় দুই কেজি লবন কিনেছেন। বরিশাল নগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায়ও গুজব ছড়িয়ে বেশি দামে লবন বিক্রির অভিযোগ পাওয়া গেছে। হিজলায় সংবাদকর্মী হুমায়ুন কবির বলেন, সেখানে লবন নিয়ে হুলুস্থল শুরু হয়েছে। গৌরনদীর পশ্চিম পালর্দি গ্রামের মুদী দোকানী বখতিয়ার পালয়ান, কেজি প্রতি লবন বিক্রি করেন ৫৫ টাকা। গৌরনদী থানার ওসি(তদন্ত) মাহবুবুর রহমান বলেছেন, লবন নিয়ে গুজব ঠেকাতে মাইকিং করা হয়েছে। সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। গৌরনদী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান বলেন, বাজারে প্রচুর পরিমাণের লবণ মজুদ রয়েছে। দাম বাড়ার কোন কারণ নেই। গুজব ছড়িয়ে যারা বেশি দামে লবণ বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নগরীর পলাশপুর ও হাসপাতাল রোডের দুইটি দোকানে অতিরিক্ত দামে লবণ বিক্রি করার অপরাধে তিন হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক এস. এম, অজিয়ার রহমান সাংবাদিকদের বলেন, লবনের কোন সংকট নেই। গুজব ছড়িয়ে একটি মহল ফায়দা লুটতে চাইছে। এ অসাধু মহলের বিরুদ্ধে অভিযানে একাধিক ভ্রাম্যমান আদালত মাঠে নেমেছে। বরিশাল জেলা পুলিশ সুপার স্ইাফুল ইসলাম বলেন, জেলার ১০ থানা পুলিশকে লবন নিয়ে গুজব ছড়িয়ে কেউ যাতে মানুষের মধ্যে আতিংক ছড়াতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজ এ বলা হয়েছে, ‘সম্মানিত নগরবাসী লবন সংক্রান্ত গুজবে কান দিবেন না। গুজব সম্পর্কে তথ্য জানলে বরিশাল নগর পুলিশকে জানান।’ অপরদিকে লবন নিয়ে গুজব রোধে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছে বরিশাল জেলা প্রশাসন। সংবাদ সম্মেলনে গুজব রোধে সকলকে সতর্ক হওয়ার আহবান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *