আবারও জরিমানার মুখে শাকিব খান

Spread the love

নাগরিক ডেক্স : কিছুদিন আগে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিলো ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানকে। এবার নির্মাণাধীন ভবনের সামনে ইট, বালু রাখায় সেগুলো গুড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ফের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজধানীর নিকেতনের ই ব্লকে ১০ তলা ভবন নির্মাণ করছেন শাকিব খান। নির্মাণাধীন ভবনের সামনে রাস্তাজুড়ে ইট, বালু, পাথর দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। আইন বিরুদ্ধ হওয়ায় ডিএনসিসি গাড়ি দিয়ে সেগুলো গুঁড়িয়ে দেয়। এসময় নির্মাণাধীন ১০ তলা ভবন ঘিরে রাখা টিনের বেড়াও ভেঙে দেয়।

ভবনটির কেয়ারটেকার মনির হোসেন বলেন, সিটি কর্পোরেশন যদি আমাদের সুযোগ দিত, তাহলে আমরা ইট-বালু ভবনের ভেতরে নিয়ে নিতাম। কিন্তু তারা আমাদের সেগুলো সরানোর কোনো সুযোগ দেয়নি।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী রাখা এবং এর ফলে বায়ু দূষণের অভিযোগে স্থানীয় সরকার আইন (সিটি কর্পোরেশন), ২০০৯ অনুযায়ী ডিএনসিসি ১ জন ঠিকাদারসহ ৪ জনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করে।

বায়ু দুষণকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজধানীর নিকেতনে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। গতকাল ২৪ ডিসেম্বর নিকেতন এলাকার ২ নম্বর গেট সংলগ্ন ৮ নম্বর রোড থেকে এই অভিযান শুরু করা হয়। এলাকায় নির্মাণাধীন ভবনের সামনে রাখা ইট, বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রীর কারণে পরিবেশ, বায়ুদূষণ হচ্ছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চলে।

অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রট মীর নাহীদ হাসান। ভ্রাম্যমাণ আদালত চলাকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার সাইদ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর মঞ্জুর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *