নাগরিক ডেস্ক: ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্য থেকে স্বর্ণে লেখা মুঘল সম্রাট আকবরের আমলের একটি পবিত্র কুরআন বাংলাদেশে পাচার করার সময় রাজস্থান পুলিশের হাতে এক ব্যক্তি আটক হয়। আনুমানিক ১৬ কোটি রুপি দামের কুরআনের এই কপিটি বাংলাদেশে পাচার করার চেষ্টা হচ্ছিল।
জনা যায়, ওই কুরআনটি গত বছর ডাকাতি করে ছিনিয়ে নেয় তিন ব্যক্তি। দু’জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। বাকি ১ জনকে ১ ফ্রেুয়ারি বৃহস্পতিবার কুরআনসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানতে পারে যে, একটি বহুমূল্য কুরআন কেউ বিক্রি করার চেষ্টা করছে। বিশেষ তদন্ত দল তৈরি করে পুলিশই ক্রেতা সেজে যোগাযোগ করে ভাঁওয়ারি মীনা নামের এক ব্যক্তির সঙ্গে। পরে কুরআনটি ক্রেতারূপী পুলিশের কাছে বিক্রি করতে এলে হাতেনাতে তাকে আটক হয়।

Your tips are practical and pragmatic; I can see myself implementing them easily.
Your posts are a testament to the power of authentic storytelling; it keeps me coming back.