কীর্তনখোলা নদীসহ ২৩ খাল দখল ও দুষন রোধের দাবী

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের কীর্তনখোলা নদীসহ নগরীর ২৩টি খাল দখল-দুষন রোধে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সম্মিলিত নদী দিবস উদযাপন পরিষদ। এসময় নদীর সুরক্ষায় সর্বোচ্চ আদালতের রায় বহাল এবং ১৭টি নির্দেশনাকে আইনী রূপদানের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের মাধ্যমে এসব দাবী তুলে ধরা হয়।

সম্মিলিত নদী দিবস উদযাপন পরিষদের আহবায়ক রনজিৎ দত্তের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব রফিকুল আলম, নদী খাল বাচাঁও আন্দোলন কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, পরিবেশবাদী সংগঠন বেলা’র সমন্বয়ক লিংকন বায়েন, সনাকের সদস্য শুভংকর চক্রবর্তী, উন্নয়ন সংগঠক আসিফ চৌধুরী প্রমূখ।

স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে- সর্বোচ্চ আদালতের আদেশ অনুযায়ী নদীকে “জীবন্ত সত্ত¡া” প্রদান করতে হবে। কীর্তনখোলা নদী ও স্থানীয় ২৩টি খাল দ্বারা দখল-দূষণের বিরূপ প্রভাব নিরসণ করতে হবে। নগরীর মধ্যে অবস্থিত ঔষধ শিল্প-কারখানাগুলো অনতিবিলম্বে নির্দিষ্ট শিল্পজোনে স্থানান্তর করতে হবে। নদী বা খালের পাড়ে ডাম্পিং পয়েন্ট রাখা যাবে না। প্রশাসন ও জনপ্রতিনিধিদের নদী-খাল সুরক্ষায় সংবেদনশীল উন্নয়নে নদী-খাল বান্ধব মানসিকতা গড়ে তোলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *