ম্যারাথনে বাবুগঞ্জের দুই সহস্রাধিক মানুষ

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের বাবুগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনে অংশ নিয়েছেন দুই সহ¯্রাধিক বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর বরিশাল সহযোগিতায় মঙ্গলবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


এতে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেনীপেশার মানুষ অংশ নিয়েছেন।

উপজেলার রহমতপুর আলী মার্কেট প্রাঙ্গন থেকে আনুষ্ঠানিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আমীনুল ইসলাম। এ সময় বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মিজানুর রহমান, ৬২ ইস্ট বেংগলের ক্যাপ্টেন মোঃ ইয়াসির আরাফাত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছরিন জোবায়েদা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আকবর কবির, মৎস্য কর্মকর্তা মো: সাইদুজ্জামান, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ: করিম হাওলাদার, অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান প্রমূখ অংশগ্রহন করেন।


ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আলী মার্কেট প্রাঙ্গন থেকে শুরু হয়ে দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম করে বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ চত্তরে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *