এবারও পিএসসি পরীক্ষা হবেনা

Spread the love

নাগরিক রিপোর্ট : করোনাভাইরাসের সংক্রমণের কারণে গতবছরের মতো এবারও চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা হচ্ছে না। এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এম মনছুরুল আলম। আজ রোববার সাংবাদিকদের তিনি জানান, এ পরীক্ষা বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষা বাতিল হলেও গত বছরের মতো অটোপাশ বা অটোপ্রমোশন হচ্ছে না। শিক্ষার্থীদের পাশ মূল্যায়ন করা হবে ‘বাড়ির কাজের’ মাধ্যমে। এ মাধ্যমে তাদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের বাড়ির কাজের বিষয়টি আগেভাগেই জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। সে জন্য কোনো পদ্ধতিতে তাদের পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হবে তার সারসংক্ষেপ তৈরির কাজ শুরু করেছে গণশিক্ষা মন্ত্রণালয়। পদ্ধতি নির্ধারণ করে খুব শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে, সেখানে সায় মিললে জুলাই মাসের মধ্যেই এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *