কর্মহীন সাড়ে ৩শ পরিবারকে ত্রাণ

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে করোনা ভাইরাসের কারনে লকডাউনে কর্মহীন সাড়ে ৩শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার জেলা প্রশাসনের আয়োজনে এ ত্রান বিতরন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল।


বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অফিসার্স ক্লাব টেনিস গ্রান্ডে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন ৩৬২ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে বিভাগীয় কমিশনার বলেন, সবার আগে নেজেকে রক্ষা করতে সকলে মাস্ক ব্যবহার করবেন। মনে রাখবেন আপনি সুস্থ থাকলে আপনার ঘরও সুস্থ থাকবে। একই সময়ে আপনি দেশেল প্রচলিত আইন মেনে চলবেন।


এসময় বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমূখ।


জানা গেছে, ৩৬২টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারের জন্য ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিড়া, সাবান ৬ পিচ, সুজি ৫০০ গ্রাম বিতরণ করেন। পর্যায় ক্রমে আরো ১৬৩৮টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *