বরিশালে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

Spread the love

নাগরিক রিপোর্ট:
সারাদেশের মতো বরিশালেও করোনা প্রতিরোধে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রদান চলছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে নগরীর ৫৪ কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো: ফারুক জানান, প্রথম পর্বে ১৮ হাজার ২৩০ জনকে টিকা দেয়া হয়েছিল। তাদেরকেই দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। নগরবাসীকে এ কার্যক্রমে সুষ্ঠুভাবে অংশগ্রহনের আহ্বান জানান তিনি।

গতকাল নগরীর কোন কেন্দ্রে ভিরভাট্টা ছিলনা। প্রথম দিন নগরবাসী কেন্দ্র থেকে কোন রকম ঝামেলা ছাড়াই টিকা নিতে পেরেছেন। সিটি করপোরেশন এলাকা ও জেলার ১০ টি উপজেলার সকল ইউনিয়েনে মোট ১৫০ টি কেন্দ্রে করোনার ভাইরাসের গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়।

বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৩০ ওয়ার্ডে ৫৪ টি কেন্দ্রে এবং বরিশালের ১০ উপজেলার ৮৭টি ইউনিয়নে ৮৭টি কেন্দ্রের মাধ্যমে গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ কার্যক্রম চলছে বলে জানান সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *