বাংলাদেশের বন্ধু অসুস্থ লুসি’র পাশে আ’লীগ

Spread the love

নাগরিক রিপোর্ট:
মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্যসেবা দিয়ে অসামান্য অবদান রাখা বাংলাদেশ ও ব্রিটেনের দ্বৈত নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্ট’র শারীরিক খোঁজখবর নিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। তিনি মঙ্গলবার বিকেলে নগরীর বগুরা রোডস্থ অক্সফোর্ড মিশন সেন্ট অ্যানস হসপিটালে লুসি হল্টকে দেখতে যান।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও জেলার সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ দলীয় নেতাকর্মীরা।

প্রসঙ্গত, লুসি হল্ট গত বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে তাঁর সিটি স্ক্যান করে মিনি ব্রেইন স্ট্রোকের বিষয়টি নিশ্চিত করেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম। কিছুটা সুস্থ্য হয়ে উঠলে লুসি হল্টকে অক্সফোর্ড মিশনে ফিরিয়ে নেয়া হয়েছে।

জানা গেছে, ৬০ বছর আগে অক্সফোর্ড মিশনের একজন কর্মী হিসাবে ব্রিটিশ নাগরিক লুসি বাংলাদেশে এসেছিলেন। মুক্তিযুদ্ধের সময় যশোরে অবস্থানকালে স্থানীয় একটি ক্লিনিকে যুদ্ধাহতদের স্বাস্থ্যসেবা দিয়েছেন তিনি। স্বাধীনতার পরও বাংলাদেশ ছেড়ে যাননি লুসি। বরং অক্সফোর্ড মিশনে চাকুরী নেন।

১৯৩০ সালে ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যের সেন্ট হ্যালেন্সে জন্মগ্রহন করা লুসি ১৯৬০ সালে বাংলাদেশে আসেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী বিট্রিশ নাগরিক লুসি হল্ট বাংলাদেশের নাগরিত্ব পান। ওইদিন বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুসি হেলেনের হাতে ১৫ বছরের জন্য মাল্টিপল ভিসাসহ পাসপোর্ট তুলে দেন। পরবর্তীতে স্বরাস্ট্র মন্ত্রণালয় অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের সভায় লুসিকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *