নগরে  ছাত্রলীগের মোটরসাইকেল মহড়া, পুলিশের হোটেলে অভিযান

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশাল আগামী শনিবার বিএনপির বিভাগীয় গণসমাবেশে দৃশ্যমান কোন বাঁধা নেই। তবে গণসমাবেশের ৪৮ ঘন্টা আগে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। বুধবার বিকালে আবাসিক হোটেলগুলোতে অভিযান চালায় পুলিশ। একই সময়ে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল মহড়া নগর জুরে মহড়া দেয়। তারা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে “হৈ-হৈ-রৈ-রৈ, বিএনপি গেলি কই” “বরিশালের মাটি-সাদেক (সিটি মেয়র) ভাইয়ের ঘাটি” সহ নানা উত্তেজনাকর শ্লোগান দেয়। এমন পরিস্থিতিতে নগরবাসীর মধ্যে অজানা আতংক দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টা থেকে ছাত্রলীগের শতাধিক মোটরসাইকেলের মহড়া শুরু হয়। সন্ধার আগ মুহুর্তে সদর রোড বিএনপির কার্যালয় চত্বরে পৌছে ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা প্রায় পনের মিনিট সেখানে অবস্থান করে উত্তেজনাকর শ্লোগান দেয়। এরপরে ছাত্রলীগের মোটরসাইকেল মহড়া বিএনপির সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানের আশপাশসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন প্রদক্ষিণ করতে থাকে। ছাত্রলীগের ওই মহড়া ফেসবুক লাইভ করেন ছাইদুর রহমান নামক ছাত্রলীগ নেতার আইডি থেকে লাইভ করা হয়।

ফেসবুক লাইভে রইজ আহমেদ মান্না বলেন, ঢাকায় যুবলীগের সম্মেলন সফল করার জন্য তারা নেতাকর্মীদের সংগঠিত করছেন। প্রচারের অংশ হিসাবে মিছিল করেছেন। বিএনপির গণসমাবেশ সম্পর্কে তিনি বলেন, ছাত্রলীগ সতর্ক থাকবে। বিএনপি কোন বিশৃঙ্খলা করলে প্রতিরোধ করা হবে।

মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) জাহিদুর রহমান রিপন জানান, বেলস পার্কের (বঙ্গবন্ধু উদ্যান) চারপাশের সড়কে ছাত্রলীগের মহড়া একাধিবার চক্বর দিয়েছে।

তবে মহড়ার কারন সম্পর্কে জানতে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার মুঠোফোনে একাধিবার কল দেয়া হলে রিসিভ করেননি।

এদিকে বিকাল বেলা নগরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। তারা হোটেলগুলোতে গিয়ে রেজিষ্ট্রার খাতা পর্যবেক্ষন এবং বিভিন্ন কক্ষ চেক করেন। হোটেল তাজ থেকে দুই তরুন-তরুনীকে আটক করা হয়।

অভিযানের কারন জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সগীর হোসেন জানান, হেমায়েত উদ্দিন সড়কে কিছু আবাসিক হোটেলে নারী বানিজ্যের অভিযোগ রয়েছে। তাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে ওই হোটেলগুলোতে তারা অভিযান চালান। দুই তরুন-তরুনী আটক সম্পর্কে সগীর হোসেন বলেন, তারা চাচাত ভাই বোন। বাড়ি হিজলা উপজেলায়। তাজ হোটেলের একটি কক্ষে উঠেছিল তারা। তাদের অভিবাবকদের খবর দেয়া হয়েছে। তারা পৌছার পর তাদের কাছে হস্তান্তর করা হবে।

মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) জাহিদুর রহমান রিপন জানান, বিভিন্ন জেলা-উপজেলা থেকে সমাবেশে আগাম আসা বিএনপি নেতাকর্মীদের মধ্যে ভীতি ছড়াতেই পুলিশ আবাসিক হোটেলে অভিযান চালায়।

এদিকে গণসমাবেশের প্রধান সমম্বয়কারী বিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি ডা. এ.জেড.এম জাহিদ হোসেন বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জানান, বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের প্রচারে বাঁধা দেয়া হচ্ছে। নেতাকর্মীদের বাসায় পুলিশ অভিযান চালাচ্ছে। তবে কাদের বাসায় অভিযান চালাচ্ছে, এমন সুনিদিষ্ট কোন নেতাকর্মীর নাম সংবাদ সম্মেলনে জানানো হয়নি।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *