নিক্সন চৌধুরীর কুরুচিপূর্ন কথায় ভয় পান না শামা ওবায়েদ

Spread the love

নাগরিক ডেস্ক : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু বলেছেন, ‘নিক্সন চৌধুরী যে ধরনের ভাষা ব্যবহার করেন, শামা ওবায়েদ তা আশা করে না। বেয়াদব কে বাংলাদেশে, কোন দল বেয়াদব, সে কথা বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে।’

গতকাল সোমবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে ফরিদপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুকে অবাঞ্ছিত ঘোষণার হুমকি দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি।

ওই হুমকির পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার গণমাধ্যমকে শামা ওবায়েদ বলেন, ‘ওনার (নিক্সন চৌধুরীর) প্রার্থী যখন জেলা পরিষদ নির্বাচনে দাঁড়ান, তার পক্ষে তদবির করতে উনি শামা ওবায়েদকে ফোন করেন। ওনার নির্বাচনের সময় উনি আমাকে ফোন করছেন। এ ধরনের কুরুচিপূর্ণ ভাষা শুধু দল ও নেত্রীকে খুশি করার জন্য দিয়েছেন।’

তিনি বলেন, ‘নিক্সনের অকথ্য ভাষায় শামা ওবায়েদ ভয় পায় না। গণতন্ত্রের স্বার্থে যতবার হুংকার ছাড়তে হয়, ততবার হুংকার ছেড়ে যাবো। এ রকম কুরুচিপূর্ণ কথাবার্তা আমার পছন্দ নয়।’

দক্ষিণবঙ্গে শামা ওবায়েদকে অবাঞ্ছিত ঘোষণা করার নিক্সন চৌধুরী কে, প্রশ্ন রেখে শামা বলেন, ‘দক্ষিণবঙ্গে ১৯৭১ সালে আমার বাবা মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকায় ছিলেন। তিনি এ দেশের গণতন্ত্রের স্বার্থে, এ দেশের স্বার্থে, স্বাধীনতা রক্ষার স্বার্থে, এ দেশের মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে, বহুবার হুংকার ছেড়েছেন। ওনার সন্তান হিসেবে এ দেশের গণতন্ত্র রক্ষার জন্য শুধু একবার কেন, যদি ১০০ বার হুংকার ছাড়তে হয়, শামা ওবায়েদ সেটা ছাড়বে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *