নাগরিক রিপোর্ট:
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বরিশালে আওয়ামী লীগের সঙ্গে মনোনয়ন যুদ্ধে নেমেছে আওয়ামী লীগ। বিভাগের ১৯টি আসনে গত দুই দিনে ২৪১ নেতা দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। সোমবার থেকে তারা মনোনয়নপত্র জমা দেয়া শুরু করেছে। বিভাগ জুড়ে মধ্যে মর্যাদার আসন বরিশাল-৫ (সদর) এর দিকে সবারই আগ্রহ। কেননা শেষ মুহুতে আলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক, মেয়র পদে ছিটকে পড়া সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ ১০ নেতা এ আসন থেকে এমপি হতে মনোনয়ন সংগ্রহ করেছেন। যেকারনে চ্যালেঞ্জের মুখে পড়েছেন বর্তমান এমপি পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক। তবে চাচা মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত গতকাল সোমবার এমপি জাহিদ ফারুকের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ায় চাপে পড়েছেন সাদিক।
এদিকে গতকাল সোমবার দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক সদর আসনের মনোনয়ন গ্রহন করায় সব কিছু ছাপিয়ে চোখ পড়েছে তার দিকে।
একইভাবে জেলার বরিশাল-২ এবং বরিশাল-৪ আসনেও একাধিক হেভিওয়েট নেতা মনোনয়ন যুদ্ধে নামায় বিপাকে পড়েছেন বর্তমান এমপিরা। তফসিল ঘোষনার পর বরিশালের তৃনমুলে আ’লীগ নেতাকর্মীদের মধ্যে ভোটের আমেজ ছড়িয়ে পড়লেও বিএনপি সহ অন্য সব দলগুলোতে তেমন কোন তৎপরতা নেই।
জানা গেছে, শনিবার থেকে সোমবার গত ৩দিনে বরিশাল বিভাগে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রেকর্ড ২৪১জন। এর মধ্যে যেমন হেভিওয়েট নেতা রয়েছেন, তেমনি বসন্তের কোকিলও আছেন। মনোনয়ন দৌড়ে দলটির বরিশালের অধিকাংশ নেতা এখন রাজধানীতে অবস্থান করছেন।
মনোনয়নপত্র বিতরন ও গ্রহনে বরিশাল বিভাগের দায়িত্ব প্রাপ্ত টিমের সদস্য আ’লীগ নেতা বলরাম পোদ্দার বলেন, বিভাগে গত ৩ দিনে ২৪১জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বরিশাল সদর আসনের রয়েছেন ১০ জন।
খোজ নিয়ে জানা গেছে, মর্যাদার আসন বরিশাল সদরে এমপি হতে এ পর্যন্ত আ’লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০জন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বর্তমান এমপি জাহিদ ফারুক, দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানক, সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, মহানগর আ’লীগের সদস্য ও সাংবাদিক নেতা এস এম জাকির হোসেন, লঞ্চ ব্যবসায়ী সাইদুর রহমান রিন্টু, আ’লীগ নেতা মো: মশিউর রহমান খান। প্রভাবশালী এতো নেতার কারনে সদর আসন নিয়ে বরিশাল নগরে আলোচনার শেষ নেই।
জানা গেছে, এমপি জাহিদ ফারুকের মনোনয়ন নিশ্চিতে মেয়র খোকন একাট্টা হয়ে নেমেছেন। তিনি মনোনয়নপত্র জমাদানের সময় গতকাল সোমবার জাহিদ ফারুকের সঙ্গে বিশাল সোডাউন দিয়েছেন। এর ফলে সিটির মনোনয়নে ব্যাথ হওয়ার পর জাতীয় নিবাচনেও চাচা খোকনের তৎপরতায় আরও চাপে পড়ছেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
সোমবার বিকেলে অবশ্য প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানকের মনোনয়নপত্র সংগ্রহের ঘটনায় সব হিসেবে নিকেশ পাল্টে গেছে। এ অঞ্চলে নানকের উত্থান ভাবিয়ে তুলতে পারে আলীগের সব পক্ষকে।
এমপি জাহিদ ফারুকের ঘনিষ্ঠ সহচর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন বলেন, জাহিদ ফারুক ভাই সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার সঙ্গে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতও ছিলেন। তিনি বলেন, আ’লীগের মনোনয়ন সবাই চাইতে পারেন। কিন্তু দল দেখবেন কোয়ালিটি।
সাদিকের ঘনিষ্ঠজন নগর আ’লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন বলেন, বর্তমান এমপি জাহিদ ফারুকের কারনে বরিশাল সদর অবহেলিত ছিল। সাদিক এলে জাগরন ঘটবে। তাকে মেয়র পদ দেয়া হয়নি, তাই সদরের এমপি দেয়া উচিৎ। তাহলে বরিশালের রাজনীতি টেকশই হবে।
মনোনয়ন সংগ্রহকারী মহানগর আলীগের সাবেক সদস্য মো: মশিউর রহমান খান বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি সদর আসনের এমপি হতে চান। অপর মনোনয়ন সংগ্রহকারী মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিলে আমি অবশ্যই বরিশাল-৫ আসন থেকে নির্বাচিত হবো। মনোনয়ন প্রত্যাশী আ’লীগ নেতা এস এম জাকির হোসেন বলেন, বরিশালবাসীর উন্নয়নে তিনি মনোনয়ন চেয়েছেন। তবে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গির কবির নানককে ফোন দিয়েও পাওয়া যায়নি।
এদিকে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বর্তমান এমপি শাহে আলমের বিপরীতে সাবেক এমপি ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাড: তালুকদার মো: ইউনুস, সংরক্ষিত এমপি সৈয়দা রুবিনা মীরা সহ বেশ কয়েকজন মনোয়নপত্র সংগ্রহ করেছেন। যেকারনে এ আসনে চ্যালেঞ্জের মুখে পড়েছেন বর্তমান এমপি শাহে আলম। অপরদিকে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে বর্তমান এমপি পংকজ নাথের বিপরীতে আলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আক্তার, আ’লীগ নেতা অ্যাড: আফজালুল করিমও মনোনয়ন চেয়েছেন। এ আসনে এমপি পংকজ দল থেকে বহিস্কার হওয়ায় এবার বেশ চাপে আছেন বলে জানান স্থানীয় আ’লীগ নেতারা। যদিও বরিশালের কোন আসনেই আ’লীগ ছাড়া কোন দলের নেতাদের তোরজোর দেখা যায়নি।