‘আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে’

Spread the love

নাগরিক রিপোর্ট:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের কেন্দ্রীয় সভাপতি আবু নাসের রহমাতুল্লাহ বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগের অপশাসনের কারণে ১৫ বছর যাবত এদেশের মানুষ স্বাধীনভাবে কোন ভোট দিতে পারেনি। এরা মানুষের ভোটের অধিকার হরণ করেছে। গুম, খুন ও আয়না ঘর প্রতিষ্ঠার অভিযোগে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।

শনিবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত এক শোক সভা ও দোয়া মোনাজাতে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি ও স্বাধীনতা ফোরামের আহবায়ক আলহাজ নুরুল আমিন।

বিএনপি নেতা রহমাতুল্লাহ আরো বলেন, শিক্ষার্থীদের রক্তের সাথে কেউ বেঈমানী করলে তাদেরকেও ছাড় দেয়া হবে না। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, স্বাধীনতা ফোরামের সংগঠক নাজমুস সাকিব।

উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক- মন্টু খান, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট তারেক আল ইমরান, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম জনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *